Tuesday , March 19 2024
Home / News / প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা – উপবৃত্তির আবেদন ২০২৩-২৪

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা – উপবৃত্তির আবেদন ২০২৩-২৪

উপবৃত্তির আবেদন করতে যা যা প্রয়োজন তার সকল কিছু এখানে পাবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে  ১০ হাজার, ৮০০০ হাজার ও ৫০০০ হাজার টাকা করে সহযোগীতা করা হচ্ছে এবং উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

উপবৃত্তি, আর্থিক সহায়তা, মেধাবীদের সহায়তা সব পাবেন এখানে।

মাধ্যমিক পর্যায়ে ৫,০০০ টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে প্রদান করা হচ্ছে। যা ভর্তি সহায়তা বাবদ  বলে উল্লেখ করা হয়েছে।

যাতে করে কোন অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীরা ভর্তি থেকে বাদ না যায়।

আবেদন করতে : www.eservice.pmeat.gov.bd ভিজিট করতে হবে।

 

Log in link: https://estipend.pmeat.gov.bd/

কারা আবেদন করতে পারবেন?

»ঢাকা বিশ্ববিদ্যালয়

»জাতীয় বিশ্ববিদ্যালয়

»ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীগণ।

 

 

আবেদন করতে যা যা লাগবে

» ছবি * PHOTO

» স্বাক্ষর *SIGNATURE

» রেজিষ্ট্রেশন কার্ড

» জন্ম নিবন্ধন সার্টিফিকেট* BIRTH CERTIFICATE

» অভিভাবকের জাতীয় পরিচয়পত্র * GUARDIAN NID

» শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *

» পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযােজ্য) *

» » তবে শিক্ষাগত যোগ্যতার সমস্থ তথ্য সাথে রাখবেন। তাহলে যেটা যেটা প্রয়োজন সেগুলো সহজেই দিতে পারবেন।

 

কত দিনের মধ্যে সাহায্য পাবেন ?

আগামী ২০২৪ সালে পাবেন।

» আবেদন প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মােবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

About admin

Check Also

Cars name in World

10 Most Luxurious Cars name in World and price

BMW X7 As the name suggests, the BMW X7 is like an SUV version of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *