Tuesday , December 23 2025
Home / GOVERNMENT JOBS / যেভাবে ঘরে বসেই পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

যেভাবে ঘরে বসেই পাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য ও পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। সাধারণত চাকুরি বা বিদেশ গমণের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। এই সার্টিফিকেটে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারী অপরাধের রেকর্ড নেই – এই মর্মে প্রত্যয়ন করা হয়।পাসপোর্ট থাকতে হবে।
২। আবেদন করতে পাসপোর্টের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/ ওয়ার্ড কাউন্সিলর সনদ যাকে আমরা নাগরিক সনদও বলি।

৩। বর্তমান ঠিকানা বা স্থায়ী কিংবা জরুরী ঠিকানার যে কোন একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।

৪। বিদেশে ধাকা অবস্থায় কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগলে ঐ দেশের বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি আবেদনের সাথে দিয়ে আবেদন করতে হবে।

৫। অন্য দেশের নাগরিক বা অন্য দেশ থেকে ইস্যু/ রি-ইস্যু করা পাসপোর্টের সর্বশেষ এরাইভেল (Arrival) সিল দেওয়া পৃষ্ঠাটির স্ক্যান কপি আবেদনের সাথে আপলোড করতে হবে।

৬। অন্যকারো মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করতে তার নাম ঠিকানা উল্লেখ করে একটি অনুমতি পত্র (Authorization Letter) আবেদনের সাথে আপলোড করতে হবে।

৭। ব্যাক্তিগত বা চাকরির জন্য পুশিল ক্লিয়ারেন্স লাগলে জেলা ডিএসবি , মেট্রোপলিটন এলাকার সিটি এসবি অফিসে যোগাযোগ করুন।

About admin

Check Also

Bangladesh Computer Council (BCC) Job Circular-2023

Bangladesh Television Job Circular 2023. Bangladesh Betar Job Circular 2023. Bangladesh Computer Council Job Circular …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *